article-01 [ Mashrafi Mahin]

01.02.2022

কলেজ জীবনের প্রথম দিন

আজকে আমার কলেজ জীবনের প্রথম দিন, প্রথম ক্লাস। যথারীতি সকাল থেকেই কলেজে যাওয়ার একটা প্রস্তুতি ছিল। ঘড়ির কাঁটা ধরে ঠিক ৯টায় কলেজে পৌছালাম। সাথে ছিল বন্ধু পিয়াস। কলেজে পৌঁছানোর পর কলেজ গেটে এক সিনিয়র ভাইয়ার নির্দেশে আমরা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে উপস্থিত হলাম। আমাদের নতুন ইয়ারের সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেলাম। কলেজের সমস্ত স্যার ম্যাডামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। প্রিন্সিপাল স্যার জনাব মোঃ খলিলুল্লাহ আমাদের উদ্দেশ্যে বেশ আকর্ষণীয় ভাষায় দিক নির্দেশনামূলক কিছু কথা বললেন। যে কথাগুলো অধীর আগ্রহের সাথে শুনলাম এবং মনে মনে মেনে চলার প্রতিজ্ঞা করলাম। যথারীতি অ্যাসেম্বলি ক্লাস শেষ করে আমি বন্ধুদের সাথে দক্ষিণ দুয়ারী বিল্ডিং-এর দ্বিতীয় তলায় ১১২-নং কক্ষে ক্লাস করার উদ্দেশ্যে উপস্থিত হলাম। কক্ষের এদিক ওদিক তাকিয়ে বেশ ভালো করে দেখে নিলাম। আর ভাবলাম, দুইটি বছরের জন্য এই কলেজে এই অজানা কক্ষগুলোর সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। রুটিন মোতাবেক প্রথম ক্লাস ছিলো ৯.৩০ মিনিট। স্যার আসার আগেই বেশ কিছু বন্ধুদের সাথে পরিচয় হলাম। যদিও আশেপাশের সবাই ছিলো আমার পরিচিত। কেননা আমার স্কুল ‘ ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ’ সেখানকার অধিকাংশ বন্ধুরাই এই কলেজে ভর্তি হয়েছে। মনে মনে চেয়েছিলাম অন্য কোনো ভালো কলেজে ভর্তি হবো। কিন্ত সে সুযোগ আর হয়ে ওঠেনি। তাই বাবা মায়ের ইচ্ছাতেই এই কলেজে ভর্তি হয়েছি। আজ কলেজে আমার প্রথম দিন। বেশ আবেগ আর অনুভুতি নিয়ে গিয়েছিলাম কলেজে। এই কলেজের পাশ দিয়ে দিনে কতবার যে গিয়েছি তার হিসেব নেই। কিন্তু কলেজের ছাত্র হিসেবে আজই প্রথম ক্লাস। প্রথম ক্লাস ছিলো বাংলা। ৯.৪৫ মিনিটে জনাব মোঃ মাহবুব হোসেন স্যার ক্লাসে প্রবেশ করেন। পরিচয় পর্ব শেষ করে তিনি কিছু শিক্ষামুলক আলোচনা করে বাংলা ক্লাস শেষ করলেন। স্যারের প্রস্থান হতে না হতেই ক্লাসে প্রবেশ করলেন মোঃ তৈয়বুর রহমান স্যার। যথারীতি পরিচয় পর্ব শেষে গণিত বিষয় নিয়ে আলোচনা করলেন। কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকলেন। স্যারকে সবাই আমরা সালাম দিয়ে দাঁড়িয়ে গেলাম। স্যার আমাদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক বক্তব্য রাখলেন। আমাদের করনীয় সম্পর্কে বেশ আকর্ষণীয় ভাষায় খুবই সাবলীল ভঙ্গিমায় তা উপস্থাপন করলেন। স্যারের বাচনভঙ্গি, কণ্ঠস্বর বেশ আকর্ষণীয় ছিল। স্যারের কথাগুলো আমরা ক্লাসের সকলেই মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে আমদের সকলকে একটি করে কলম দিয়ে বরণ করে নিলেন। এরপর স্যার আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেহেতু আজকে প্রথম ক্লাস ছিলো তাই আমরা অনেকেই দুইটি ক্লাস করে কলেজ ক্যাম্পাসে চলে আসি। সেখানে আমার কিছু বন্ধুদের সাথে দেখা হয় এবং আমরা কয়েকজন কিছুক্ষণ প্রশাসনিক ভবনের দিকে হাঁটাহাঁটি করলাম। এরপর ঠিক 1.00 টার সময় আমি এবং আমার বন্ধু বাড়ির উদ্দেশ্যে রওনা হই। যেহেতু কলেজ জীবনের প্রথম দিন ছিলো আজকে আমার। সব মিলিয়ে আমি খুব উপভোগ করেছি এই দিনটিকে। সর্বোপরি এই দিনটি আমার কাছে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে চিরকাল।

©Article arranged & written by
Mashrafi Mahin